'পাঠান' ঝড়ে (Pathaan) কার্যত ভেসে গিয়েছে বক্স অফিস। গোটা দেশজুড়েই আঁচ পড়েছে তার। প্রথমদিনেই দেশজুড়ে মোট ৫৭ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। শুধু তাই নয়, কাশ্মীরেও 'পাঠান'-এর শো হাউজফুল ছিল। গত ৩২ বছর পর এই প্রথম কোনও বলিউড ছবির শো হাউজফুল হল উপত্যকায়। বৃহস্পতিবার রাতে টুইট (Inox movies tweet) করে কিং খানকে ধন্যবাদ জানায় মাল্টিপ্লেক্স চেন আইনক্স মুভিজ। ওই টুইটে তারা লেখে- "বহুপ্রতীক্ষিত 'হাউজফুল' বোর্ড (Housefull board in Kashmir) ফিরে এলো কাশ্মীর উপত্যকায় দীর্ঘ ৩২ বছর পর। আমরা কিং খানের কাছে কৃতজ্ঞ"।
আরও পড়ুন: 'King Is Back', চাহিদা তুঙ্গে, পাঠানের জন্য মধ্যরাতেও দরজা খোলা হলের
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি সিনেমা (Pathaan superhit) রিলিজের পর থেকে একের পর এক রেকর্ড গড়ছে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত ও যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান'-এর হাত ধরেই বড় পর্দায় ৪ বছর ১ মাস বাদে ফিরেছেন বলিউডের বাদশা। আর সেই ফিরে আসাকে স্মরণযোগ্য করে তুলতে অন্যতম কাণ্ডারীর ভূমিকা পালন করছে দেশের মাল্টিপ্লেক্সগুলি। যশরাজের স্পাই ইউনিভার্সের চতুর্থ ছবি 'পাঠান'। এর আগের ছবিগুলি ছিল যথাক্রমে 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়', ওয়ার'।