সত্যজিতের 'থ্রি মাস্কেটিয়ার্স ' ফেলুদা, জটায়ু এবং তোপসে। বাঙালির প্রিয় গোয়েন্দা চরিত্র সত্যজিৎ সৃষ্ট ফেলুদা। এই মুহূর্তে অসংখ্য অভিনেতা ফেলুদা, তোপসে, জটায়ুর জুতোয় পা গলালেও, শোনা যায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে ভেবেই ফেলুদা চরিত্র নির্মাণ করেছিলেন মানিক। তাঁর সৃষ্ট ফেলুদা নিয়ে সত্যজিৎ পুত্র সন্দীপ রায় থেকে শুরু করে একাধিক পরিচালকরা এক্সপেরিমেন্ট চালিয়েছেন। কিন্তু সত্যজিৎ পর্দায় ফুটিয়ে তুলেছেন মাত্র দুটি গল্প, 'সোনার কেল্লা' এবং 'জয়বাবা ফেলুনাথ' কিন্তু কেন আর ফেলুদা বানালেন না সত্যজিৎ?
Monomoy-Jojo : চানাচুড়, সাবানের বিজ্ঞাপনে কাজ করবেন না, বললেন মনোময়, কড়া প্রতিক্রিয়া জোজোর
১৯৭৪ সালে সত্যজিতের হাত ধরে 'ফেলুদা অ্যান্ড কোং' এর দেখা মেলে সোনার কেল্লায়। ফেলুদার চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়, তোপসের ভূমিকায় সিদ্ধার্থ চট্টোপাধ্যায় আর জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলী সন্তোষ দত্ত। এর ঠিক পাঁচ বছর পর তৈরি হয় 'জয় বাবা ফেলুনাথ'। এরপর ১৯৮৮ সালে প্রয়াত হন সন্তোষ দত্ত। সন্তোষ দত্ত ছাড়া আর কাউকে 'জটায়ু' চরিত্রের জন্য ভাবতেই পারতেন না সত্যজিৎ স্বয়ং। আর তাই, সন্তোষ দত্তের প্রয়াণের পর 'জটায়ু'-হীন 'ফেলুদা'-কে দর্শকের সামনে আনতে চাননি তিনি।