রাজস্থানের জয়সলমীরের সূর্যগড়ের ফোর্টে এই মুহূর্তে দম ফেলার জো নেই, রাত পোহালেই সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর বিয়ে। সোমবার অনুষ্ঠিত হল সিদ্ধার্থ কিয়ারার হলদি ও সঙ্গীত অনুষ্ঠান, ৭ তারিখ বিয়ে সেরে ৮ তারিখ দুর্গ ছাড়বেন নব দম্পতি। তারপর আগামী জীবন কোথায় কাটাবেন সিড-কিয়ারা জানেন? ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বিয়ের পর নবদম্পতি সংসার পাতবেন প্রাসাদোপম অ্যাপার্টমেন্টে। এই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নিজের হাতে সাজিয়েছিলেন তারকা ইনটেরিয়র ডিজাইনার গৌরী খান। যার মূল্য আনুমানিক ৭০ কোটি টাকা।
Shershaah-Sid-Kiara: 'স্বয়ং বিক্রম বাত্রার আশীর্বাদ রয়েছে সিড-কিয়ারার বিয়েতে', দাবি শেরশাহ প্রযোজকের
উল্লেখ্য, সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর হলদি ও সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে সোমবার। এক ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টু ডে-কে জানিয়েছে, তারকা যুগলের জন্য বিশেষ পারফরম্যান্সের আয়োজন করেছেন তাঁদের পরিবার। এদিন সঙ্গীতে, প্লেলিস্টে রয়েছে কালা চশমা, বিজলী, রঙ্গ সারি, ডিসকো দিওয়ানে এবং নাচনে দে সারে। এই গানে নাচতে দেখা যাবে সিদ্ধার্থ ও কিয়ারাকে ।