অভিনেত্রী রশ্মিকা মান্দানার পর এবার সোস্যাল মিডিয়ায় ভাইরাল হল ক্যাটরিনা কাইফের ডিপফেক ভিডিও।
কিছুদিন পরেই মুক্তি পাবে ক্যাটরিনার নতুন ছবি টাইগার-৩। সম্প্রতি মুক্তি পেয়েছে তার টিজার। সেখানকারই কায়েটের একটি ছবির ডিপফেক ছবি ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Science Of Love: 'ভালবাসার তুমি কী জান'? ভালবাসলে নাকি জিনেও আসে বদল! বলছে আধুনিক গবেষণা
রশ্মিকার ফেক ভিডিও ভাইরাল হওয়ার সময় অপরাধীদের শাস্তির দাবিতে সরব হয়েছিলেন অমিতাভ বচ্চন সহ অনেকে। ক্যাটরিনার ক্ষেত্রে কতজন সরব হবেন এখন সেটাই দেখার।