ধূমপানরত মা কালীর (Kaali) হাতে এলজিবিটিকিউ (LGBTQ) সম্প্রদায়ের রামধনু পতাকা। ‘কালী’ (Kaali) তথ্যচিত্রের এ হেন পোস্টার নিয়ে বিতর্ক তুঙ্গে। টরন্টোর আগা খান মিউজিয়ামে তথ্যচিত্রটি দেখানো হয়েছিল। কানাডার (Canada) ভারতীয় দূতাবাসের দাবি মেনে মিউজিয়ামের তরফে বিবৃতি জারি করে ক্ষমা চাওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, তথ্যচিত্রটি হিন্দু সম্প্রদায়ের সদস্য ও অন্য ধর্মমতের সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগায় তাঁরা ক্ষমাপ্রার্থী।
পরিচালক লীনা মণিমেকলেইয়ের (Leena Manimekalai) বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ ও উত্তর প্রদেশের পুলিশ।
আক্রমণের জবাবে ওই পরিচালক জানিয়েছেন, তিনি নিজের বিশ্বাসের জন্য জীবন দিতেও তৈরি। লীনার টুইট, 'আমার কিছু হারানোর নেই। আমি যা বিশ্বাস করি, নির্ভিক ভাবে তা বলব। যদি তার জন্য প্রাণ দিতে হয়, তাও দেব।'