কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের দাপটে ভবিষ্যৎও কল্পনা করে নেওয়া যাচ্ছে নিমেষে। অতীত ফিরিয়ে আনা যাচ্ছে। AI ব্যবহার করে একাধিক ছবি বানাচ্ছেন শিল্পীরা, যা দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবার সাহিদ নামে একজন শিল্পী কল্পনা করে ফেললেন বলিউডের তাবড় অভিনেতাদের বৃদ্ধ বয়সে ঠিক কেমন দেখতে হবে।
Mothers' Day: সব মা-ই 'আদর্শ'?, বাঙালি পরিচালকদের ছবিতে ফুটে ওঠা মায়েদের নানান দিক
রণবীর কাপুর, শাহরুখ খান, হৃতিক রোশন, আল্লু অর্জুন, আমির খান, সালমান খান, মহেশ বাবু, প্রভাস, অক্ষয় কুমার এবং শহিদ কাপুরের বৃদ্ধ বয়সের ছবি AI এর মাধ্যমে বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সাহিদ। এই ছবিগুলি সফটওয়্যার মিডজার্নি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই ছবিগুলি এই মুহূর্তে রীতিমতো ভাইরাল।