প্রায় সাড়ে চার দশক হয়ে গেল মহানায়ক নেই, কিন্তু বাঙালি কখনও 'নায়ক'হারা হতে পারে? পারে না। আজও বাঙালির জীবনে তিনি 'অতি উত্তম'। পাল্টানো সময়ে মানুষটা বেঁচে থাকলে কেমন হতেন? কীভাবে ছড়িয়ে পড়ত তাঁর স্টারডম, তাঁর ক্যারিশ্মা? কত মানুষের তাঁকে নিয়ে কত কল্পনা। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা এঁকে দিল আজকের উত্তম কুমারকে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে তা।
ছবিগুলো এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করেছেন পয়ব্রত রায়। কোনও ছবিতে উত্তম সুটেড, বুটেড, কোনওটায় পরনে সবজে কোট, কোনওটায় বর্ষাস্নাত উত্তম। যে প্রজন্মের নায়ক তিনি নন, সেই প্রজন্মই তাঁকে নিয়ে হইহই করছে, সমানে শেয়ার হচ্ছে যুবক উত্তমের এআই ছবি। সেই উন্মাদনা দেখে বলাই যায় তিনি শুধু উত্তম নন, সর্বোত্তম।