আদিপুরুষ আর বিতর্ক যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে। রামায়ণ বিকৃতি, অশ্লীল সংলাপ সহ সিনেমার একাধিক দৃশ্য নিয়ে হয়েছে জলঘোলা। এবার এই ছবি বন্ধের ডাক দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল অল ইন্ডিয়ান সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশন (AICWA), সেই চিঠি একটি করে কপি পাঠানো হয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশীকে।
Adipurush: 'আদিপুরুষ' বিতর্কে অনুরাগের 'সেন্সর', শীঘ্রই বড় পদক্ষেপের পথে কেন্দ্র
সিনেমার সঙ্গে যুক্ত কর্মীদের এই সংগঠনের দাবি, ‘আদিপুরুষ’ ছবিতে ‘রামায়ণ’কে বিকৃত করা হয়েছে। শ্রী হনুমান ও রামচন্দ্রকে অপমান করা হয়েছে এই মর্মে চিঠি দিয়ে আদিপুরুষ বন্ধের অনুরোধ জানিয়েছে AICWA।
উল্লেখ্য, সিনেমার সংলাপ নিয়ে আপত্তি তুলেছেন দেশবাসীর একাংশ । হিন্দু দেব-দেবীদের, রামায়ণের পৌরাণিক চরিত্রগুলিকে অপমান করা হয়েছে বলে অভিযোগ হিন্দুত্ববাদী সংগঠনগুলির । এমনকী, সংলাপ লেখক মনোজ মুনতাশির শুক্লাকে প্রাণনাশেরর হুমকিও দেওয়া হয়েছে বলে খবর । এই পরিস্থিতিতে, মুম্বই পুলিশকে নিরাপত্তার আর্জি জানান লেখক মুনতাশির । সেই আর্জি মেনেই তাঁকে নিরাপত্তা দেয় মুম্বই পুলিশ।