তাঁকে রাখি পরানোর মানুষটা নেই, ৯ মাস আগে পর্যন্তও ছিলেন, এখন নেই। কোত্থাও নেই। রাখির দিনে একাকীত্ব ঘিরে রাখছে প্রয়াত টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) দিদি ঐশ্বর্য শর্মা।
ক্যানসারের সঙ্গে দু' দুবার লড়াই করে জিতেছিলেন, শেষবার লড়াইয়ে জেতা হয়নি, গত নভেম্বরে মৃত্যু হয়েছে ঐন্দ্রিলার। রাখির দিনে তাই মন কেমন দিদির। দু' বোন ছিলেন পিঠোপিঠি, ভাব ছিল খুব। বয়সে ছোট হলেও দিদিগিরি করতেন ঐন্দ্রিলা, সে কথা একাধিকবার নানা জায়গায় বলেছিলেন ঐশ্বর্য।
রাখি তো ভাই বোনেদের উৎসব, রাখির দিনে বোনের পুরনো ভিডিও শেয়ার করেছেন দিদি, লোনাভালা ঘুরতে যাওয়ার ভিডিও।
কিছু দিন আগেই রাজ্য সরকার থেকে প্রয়াত অভিনেত্রীকে দেওয়া হয়েছে ‘মরণোত্তর কৃতি সম্মান’।