Aindrila Sharma dies : দু'বার ক্যানসারে আক্রান্ত হন ঐন্দ্রিলা,বারবার ক্যানসার ফিরে আসে কীভাবে ?

Updated : Nov 27, 2022 17:25
|
Editorji News Desk

ঐন্দ্রিলার (Aindrila Sharma Passes Away) লড়াইটা ঠিক ২০ দিনের নয় । তাঁর লড়াইটা শুরু হয়েছিল মাত্র ১৭ বছর বয়সে । তখন একাদশ শ্রেণিতে পড়েন ঐন্দ্রিলা । বোনম্যারো ক্যানসার হয়েছিল তাঁর । সেইসময় ডাক্তাররা একপ্রকার জবাব দিয়েই দিয়েছিল । কিন্তু, সেবার যুদ্ধে জিতে যান ঐন্দ্রিলা । এরপর শুরু হয়ে তাঁর অভিনয়ের কেরিয়ার । তাঁর জীবনে আসেন সব্যসাচী । কিন্তু, ২০২১-এ ফের মারণরোগ ফিরে আসে তাঁর শরীরে । কিন্তু, সব প্রতিকূলতার বিরুদ্ধে সেই যুদ্ধেও জয়ী হন অভিনেত্রী । কিন্তু, এত বছরের লড়াই হার মানল গত ২০দিনের লড়াইয়ের কাছে । ফিরতে পারলেন না ঐন্দ্রিলা । কিন্তু, তাঁর যে এই ক্যানসারের জার্নি, তা দেখে একটা প্রশ্ন উঠছে যে, প্রথমবারের পর ফের দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কি থেকেই যায় ?

এই বিষয়ে চিকিৎসক অদ্রিজা রহমান মুখোপাধ্যায় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শরীরের কোন অংশে ক্যানসার হয়েছে এবং কোন পর্যায়ে তা ধরা পড়েছে, তার উপরই নির্ভর করে রোগী দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত হবেন কি না । ক্যানসারের চিকিৎসা সাধারণত তিনটি পদ্ধতিতে হয় । সার্জারি, কেমোথেরাপি এবং রেডিয়োথেরাপি। কিছু ক্যানসারের ক্ষেত্রে তিনটে পদ্ধতিই অবলম্বন করা হয় । আবার কিছু ক্যানসারে শুধু দেওয়া হয় কেমোথেরাপি কিংবা রেডিয়োথেরাপি । ক‍্যানসারের প্রাথমিক পর্যায়ে অনেক সময়ে অস্ত্রোপচার করলেও হয়ে যায়। কিন্তু ক‍্যানসার যত ছড়িয়ে যেতে থাকে, তখনই কেমো দেওয়ার প্রয়োজন পড়ে ।

আরও পড়ুন, Aindrila Sharma Dies : মাথা নীচু সব্যসাচীর, শেষযাত্রায় ঐন্দ্রিলা, তৃতীয়বার ক্যানসার হয় অভিনেত্রীর?
 

চিকিৎসক জানিয়েছেন, ঐন্দ্রিলার বোনম‍্যারো ক‍্যানসার ছিল, সেক্ষেত্রে অস্ত্রোপচার করা যায় না । কেমো, রেডিয়েশন দেওয়া হয় । ক‍্যানসার যখন প্রথম ধরা পড়ে,তখনই তা শরীরের কোথায় কোথায় আছে, সিএটি স্ক্যানে তা ধরা পড়ে । কিন্তু,বোনম‍্যারো ক‍্যানসারের ক্ষেত্রে সব সময়ে এটা বোঝা যায় না। কারণ বোনম‍্যারো থেকে তো সারা দেহে রক্ত প্রবাহিত হচ্ছে। ফলে যদি আগেই কোনও খারাপ কোষ লুকিয়ে বসে থাকে, সেটা বোঝা যায় না সবসময় । সেক্ষেত্রে ফের ক্যানসার ফিরে আসার সম্ভাবনা থাকে ।

দ্বিতীয়বার আপনি ক্যানসারে আক্রান্ত কি না কীভাবে বুঝবেন ? চিকিৎসক জানিয়েছেন, শরীরের বেশ কিছু উপসর্গ, যেগুলি অবহেলা করলে চলবে না । যেমন যেখানে ক‍্যানসার হয়েছিল, সেখানকার হাড়ে ব্যথা হতে পারে । সাধারণত, মাথা, লিভার এবং ফুসফুস মূলত এই তিনটি অঙ্গে ছড়িয়ে পড়ে ক‍্যানসার । তাই, অসহ‍্য মাথাব‍্যথা, কাশির সঙ্গে রক্ত, নিশ্বাস নিতে কষ্ট হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে । 

Canceraindrila sharmaAindrila sharma passes away

Recommended For You

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন