সাদা ফুলে সাজানো গাড়ি । যেন নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma Dies) । আর সব্যসাচী (Sabyasachi Chowdhury) ? তিনিও ছিলেন ঐন্দ্রিলার সঙ্গেই । মাথা নীচু করে গাড়ির সামনে বসেছিলেন । দীর্ঘ ২০ দিন লড়াইয়ের ক্লান্তি, শোক তাঁর চোখে-মুখে লেগে রয়েছে । এদিন, ঐন্দ্রিলা বাড়িতে তো ফিরলেন, কিন্তু নিথর দেহ হয়ে । শেষ যাত্রায় অভিনেত্রী ।
জানা গিয়েছে, তৃতীয়বার মারণ রোগ ফিরে এসেই প্রাণ কাড়ল অভিনেত্রীর । ঐন্দ্রিলা‘ইউয়িংস সারকোমা’-র রোগী ছিলেন । সেই রোগকে হারিয়ে ফিরে আসেন ঐন্দ্রিলা । হাসপাতালের তরফে জানানো হয়েছে, ১ নভেম্বর ঐন্দ্রিলাকে হাসপাতালে ভর্তি করার পর সিটি স্ক্যানে দেখা যায় মাথার বাঁ দিকে প্রচুর পরিমাণে রক্তপাত হয়েছে তাঁর । সেই সময় অস্ত্রোপচার করা হয় । বায়োপসিতে দেখা যায়,‘ইউয়িংস সারকোমা’ থেকেই মস্তিষ্কে ছড়িয়ে পড়েছে ক্যানসার । হাসপাতালের তরফে জানানো হয়েছে, সম্ভবত সেই কারণেই পরপর স্ট্রোক হয় অভিনেত্রীর । আর তার পরের ঘটনাটা তো সকলেরই জানা ।
আরও পড়ুন, Aindrila Sharma dies : দু'বার ক্যানসারে আক্রান্ত হন ঐন্দ্রিলা,বারবার ক্যানসার ফিরে আসে কীভাবে ?
বাড়ির ছোট মেয়ে ঐন্দ্রিলাকে হারিয়ে ভেঙে পড়েছে তাঁর পরিবার । তাঁর বাড়ির দুই পোষ্য বোজো ও তোজো ঐন্দ্রিলার দেখার জন্য তারা ছটফট করছে । কোথাও যেন তারা বুঝতে পারছে ঐন্দ্রিলা আর ফিরবে না ।
রবিবার দুপুরে মৃত্যু হয় ঐন্দ্রিলার। তারপর থেকেই থমথমে সোশ্যাল মিডিয়া। নিশ্চুপ টলিপাড়া। কিছুতেই যেন কেউ মানতে পারছেন না এই নির্মম সত্যি। খবর পেতেই হাসপাতালে ঐন্দ্রিলাকে শেষ দেখা দেখতে আসেন তাঁর সহকর্মী, ভক্ত, অনুরাগীরা ৷ কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ ৷