দুবার ক্যানসার জয় করে ফিরে এখন নতুন পরীক্ষার মুখে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা৷ ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকে হাওড়ার আন্দুলের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। হাসপাতাল সূত্রে খবর, এখনও জ্ঞান ফেরেনি তাঁর। বিপদ কাটেনি এখনও তবে চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁকে সুস্থ করে তোলার। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। মঙ্গলবার রাতেই অস্ত্রোপচার হয়েছিল অভিনেত্রীর।
জানা গিয়েছে, ট্র্যাকিওস্টোমি করেছেন চিকিৎসকরা যাতে ভেন্টিলেশন সাপোর্টের মাত্রা কমানো যায়। তবে এখনও বিপদমুক্ত নন ঐন্দ্রিলা। এই কঠিন লড়াইয়ে বাস্তবে তাঁর জিয়নকাঠি হয়ে রয়েছেন প্রেমিক সব্যসাচী। স্বস্তি একটাই চিকিৎসায় সাড়া দিচ্ছেন 'ফাইটার' ঐন্দ্রিলা। ভক্তদের প্রার্থনা মিথ্যে হতে পারে না, নিরন্তর ফেসবুকের দেওয়ালে তাঁর আরোগ্য কামনায় পড়ছে একের পর এক পোস্ট৷ হাসপাতাল সূত্রে খবর, নতুন করে অবস্থার অবনতি না হলে ভেন্টিলেশন থেকে বের করা হবে তাঁকে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালের তরফে প্রকাশিত বুলেটিনে জানানো হয়, অভিনেত্রী কন্ট্রোল্ড ভেন্টিলেশনে রয়েছেন। ১ তারিখ রাতে তাঁকে যখন ভর্তি করা হয়, শরীরের একদিক অবশ হয়ে গিয়েছিল, এবং একাধিকবার বমিও হয়েছিল। অপারেশনের পর নিউরো আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার রাতে অভিনেত্রীর রক্তচাপ ছিল ১১০/৭০ আর পালস্ রেট প্রতি মিনিটে ১১২। তবে চিকিৎসকদের মত, ঐন্দ্রিলার বয়স কম, তাই ঝুঁকি কিছুটা হলেও কম।