ঐন্দ্রিলার মৃত্যুর জন্য দায়ী চিকিৎসকরা। অভিনেত্রীর মৃত্যুর (Aindrila Sharma Death) প্রায় ১৫ দিন পর এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রীর মা শিখা শর্মা (Aindrila Sharma's Mother)। সম্প্রতির ঐন্দ্রিলার (Aindrila Sharma) জন্য একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেই স্মরণসভায় তিনি অভিযোগ করেন, শুধুমাত্র চিকিৎসকদের বাদানুবাদের কারণেই কোমায় চলে গিয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
এমনকি হাওড়ার ওই হাসপাতালের বিরুদ্ধে তোপ দেগে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রীর মা। জানান, দু'বার ক্যানসারকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ঐন্দ্রিলা। কিন্তু কোনও দিন কাঁদেননি। শিখা দেবীর কথায়, সেদিনও তাঁর পাশেই শুয়ে ছিল ঐন্দ্রিলা। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। অপারেশনের পর জ্ঞানও ফিরেছিল। কিন্তু তারপর হঠাৎ কোমায় চলে যান। এদিন তিনি হাসপাতালেই পোস্ট ট্রিটমেন্ট নিয়েও অভিযোগ তোলেন তিনি।
আরও পড়ুন- মৃত্যুর পরেও টেলিভিশনের পর্দায় ফিরছেন ফিনিক্স পাখি ঐন্দ্রিলা
প্রায় দু'সপ্তাহ পার হয়ে গিয়েছে ঐন্দ্রিলা নেই। দুবার মারণ রোগ ক্যান্সারকে জয় করে জীবনের মূল স্রোতে ফিরে এলেও তৃতীয়বার আর লড়তে পারেননি তিনি। ব্রেন স্ট্রোক, একাধিক হার্ট অ্যাটাক এবং তৃতীয়বার ক্যান্সারের হানা কেড়ে নিয়েছে ২৪ বছরের তরতাজা প্রাণকে। থামিয়ে দিয়েছে তাঁর দীর্ঘ লড়াইকে।