হাসপাতালে রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা। আর বাইরে তাঁর প্রিয়জনরা সুস্থতা কামনা করছেন। অভিনেত্রীর সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়াতেও পোস্টের বন্যা বয়ে যাচ্ছে। এই দুশ্চিন্তার মধ্যেই আনন্দবাজার অনলাইনকে খানিকটা স্বস্তির খবর শোনালেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মা।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, "ঐন্দ্রিলাকে দেখছেন চিকিৎসক নীলয় বিশ্বাস। বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ফোন করা হয়েছিল। বলা হয়েছে, বুধবার রাত ১১টা ৫৫ নাগাদ চোখ খুলেছে ঐন্দ্রিলা। হাতও নাড়িয়েছে। হাসপাতাল থেকে আমরা জানতে পেরেছি। এটাই সান্ত্বনার। ২৪ ঘণ্টার মধ্যে ওর জ্ঞান ফিরেছে এটা চিকিৎসকরাও বিশ্বাস করতে পারছেন না। এটাই আমার কাছে সান্ত্বনা।'
ঐন্দ্রিলা বলত, 'মা আমাকে অনেক কাজ করতে হবে। অনেক বড় হতে হবে।' ও সমাজসেবা করতে চাইত। বহরমপুরে অনাথ আশ্রম করবে ভেবেছিল। একটি ছায়াছবির জন্য ওর গোয়া যাওয়ার কথা ছিল। কিন্তু, আচমকা সব যেন থমকে গেল। অথচ ওর কোনও শরীর খারাপ ছিল না।'