অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর প্রায় দেড় মাস কেটে গিয়েছে। একটা দিন নিজেকে সবার থেকে আড়ালেই রেখেছেন ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী। সোশ্যাল মিডিয়া থেকেও সরিয়ে নিয়েছেন নিজেকে। অবশেষে নতুন ধারাবাহিকের কাজে ফিরছেন সব্যসাচী। বামাখ্যাপার পর তাঁকে দেখা যাবে রামপ্রসাদের চরিত্রে।
ইন্ডাস্ট্রির অন্দরে একটু কান পাতলেই শোনা যাচ্ছে ধারাবাহিকে সব্যাসাচীর বিপরীতে থাকছেন সৌদামিনীর সংসার খ্যাত সুস্মিলি আচার্য। ইতিমধ্যেই সিরিয়ালের প্রোমো শুটও নাকি হয়ে গিয়েছে। আগামী মাস থেকেই শুরু হবে শুটিং।
টলিপাড়ায় এখনও লোকের মুখে মুখে ফেরে ঐন্দ্রিলা-সব্যসাচীর প্রেম কাহিনী। জীবনে চলার পথে দুজনে দুজনকে পাশে পেয়েছিলেন সব সময়। ঐন্দ্রিলার আচমকা চলে যাওয়া যেন অসম্পুর্ন রেখে গেল সেই গল্পটা। সামনের মার্চেই নাকি বিয়ে করার কথা ছিল দুজনের।