পিঠোপিঠি দুই বোন, এক সঙ্গে বড় হওয়া, খুনসুটি করা, আবার বিপদে আপদে একে অন্যকে আগলে রাখা। এসবের মাঝে ছোট বোনটার অকালে চলে যাওয়া আচমকা। এ আঘাত বাইরে থেকে অনুভব করা যায় না। ঐন্দ্রিলার মৃত্যুতে শোকবিহ্বল বড় দিদি ঐশ্বর্য শর্মা। দুজনের হাত ধরাধরির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ঐশ্বর্য।
দুই বোনের ভাব কতটা, তার কিছুটা আঁচ আগেই পেয়েছিল ঐন্দ্রিলার অনুরাগীরা। অধিকাংশ সাক্ষাৎকারেই দিদির কথা বলতেন ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়ায় দুজনের একসঙ্গে ছবিও প্রচুর। পোশাক অদল বদল করে পরতেন দুজনেই। অভিনয় জগতে পা রেখে বহরমপুর ছেড়ে যখন কলকাতায় আসা, দিদির সঙ্গেই থাকতেন অভিনেত্রী, একসঙ্গে ফ্ল্যাট সাজাতেন। জীবনের সব পর্যায়ে লেগে লেগে থাকে দুই বোনের এক বোন রয়ে গেলেন, চলে যেতে দেখলেন ছোট বোনকে। শোক বাঁধ মানছে না ঐন্দ্রিলার দিদির।
শৈশবের দুজনের ছবি পোস্ট করেছেন ঐশ্বর্য। লিখেছেন, এভাবেই ছোট বুনুর হাত ধরে থাকবেন।
ঐন্দ্রিলার শেষযাত্রায় ছায়ার মতোই বোনের নিথড় দেহ আগলে ছিলেন তাঁর ডাক্তার দিদি। সে ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।