চেষ্টার ত্রুটি রাখেনি ঐন্দ্রিলার পরিবার। তাঁকে ফেরাতে নিজেদের সবটুকু উজার করে দিয়েছিলেন তাঁরা। তবুও শেষ রক্ষা হল না। ফুটফুটে ফুলের মতো মেয়েটা সকলকে কাঁদিয়ে সেই বিদায়ই নিল। হল না মিরাকল, ব্যর্থ হল সমস্ত প্রার্থনা। রবিবার দুপুরে মৃত্যু হয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার৷ ঐন্দ্রিলাকে হারিয়ে কার্যত যেন হেরেই গেলেন তাঁর পরিবারও।
মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রীর বাবা উত্তম শর্মা। পেশায় চিকিৎসক তিনি, তাই মেয়েকে ফেরানোর চেষ্টা শেষ রক্তবিন্দু দিয়ে করে গিয়েছিলেন তিনি। তাঁর মুখে একটাই কথা, "ভাষা হারিয়েছি, মেয়েটাকে বাড়ি ফেরাতে পারলাম না, আমার জীবনে সব থেকে দুঃখের দিন।’’
বিকেল ৫.৩০ টা নাগাদ ঐন্দ্রিলার মরদেহ নিয়ে যাওয়া হয় অভিনেত্রীর বাড়িতে৷ তারপর তাঁর দেহ নিয়ে যাওয়া হয় টেকনিশিয়ান স্টুডিওতে৷ ঐন্দ্রিলাকে শেষ বারের জন্য দেখতে উপচে পড়ে ভিড়। নামে তারকা, বন্ধু, সহকর্মীদের ঢল। ক্যাওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হয়েছে। 'সর্বহারা' সব্যসাচীর কাছে রয়ে গেল কেবল স্মৃতিই। ঐন্দ্রিলার প্রয়াণের পর নিজেকে সব খান থেকে গুটিয়ে নিয়েছেন বন্ধু সব্যসাচী।