ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma Dies) টানা ২০ দিনের লড়াই শেষ হল রবিবার । আজই,কেওড়াতলা শ্মশানে অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে । তার আগে টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ । সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে ঐন্দ্রিলার ।
জানা গিয়েছে, প্রথমে হাসপাতাল থেকে ঐন্দ্রিলার মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর কুঁদঘাটের আইভরি টাওয়ারের বাড়িতে । সেখানে যাওয়ার কথা রয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসের । কুঁদঘাটের বাড়ি থেকে টেকনিশিয়ান স্টুডিয়োতে যাবে ঐন্দ্রিলার নিথর দেহ । এরপর স্টুডিও থেকে সন্ধ্যা ৬টা নাগাদ মরদেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে । সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর । ঐন্দ্রিলার কুঁদঘাটের আইভরি টাওয়ারের বাড়িতে বিকেল ৪টে নাগাদ যাবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ।
আরও পড়ুন, Aindrila Sharma Dies: ঐন্দ্রিলা নেই, প্রিয় 'মেয়েটাকে' শেষ বার দেখতে হাসপাতালে সহকর্মী, অনুরাগীরা
১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা । টানা ২০ দিন লড়াইয়ের পর, রবিবার দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর মৃত্যুতে শোকাহত সব মহল ।