ছোটপর্দায় প্রেমের গল্প বুনছে পারুল-রায়ান । কিন্তু,দর্শকরা বলবেন প্রেম কোথায়,দু'জনের সম্পর্ক তো আদায়-কাঁচকলায় । একজন উত্তর তো আরেকজন দক্ষিণ । পরিবারের চাপে বাধ্য হয়ে বিয়ে করেছেন । তাহলে কীভাবে দু'টো মনের তার জুড়বে প্রেমে ? কথায় আছে না,বেশিরভাগ ভালবাসার গল্পের শুরুটাই হয় এভাবে । প্রথমে তেতো, তারপর মিষ্টি । রায়ান-পারুলের জীবনে সেই মুহূর্তটা কি খুব তাড়াতাড়িই আসতে চলেছে ? পারুলের জন্য রায়ানের মনে কি তৈরি হচ্ছে দুর্বলতা ? ধারাবাহিকের প্রোমো ঘিরে হইচই ।
প্রোমোতে দেখা যাচ্ছে, অষ্টমঙ্গলা-তে একাই বাপের বাড়িতে যাচ্ছে পারুল । রায়ানকে ছাড়াই সে বেরিয়ে যায় । ওদিকে, রায়ানও পণ করে, সেও অষ্টমঙ্গলায় যাবে । আর তাদের বিয়ের সত্যিটা জানিয়ে দেবে পারুলের বাবা-কে । কিন্তু, যাওয়ার পথে বিপদে পড়ে পারুল । গাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় গুণ্ডারা । মৃত্যুর মুখে পড়ে সে । পারুলের বিপদের আঁচ পেয়েই তাঁকে বাঁচাতে ছুটে যায় রায়ান । শেষপর্যন্ত পারুলকে সে বাঁচাতে পারবে কি না, তা ধারাবাহিকের আগামী পর্বেই জানা যাবে ।
তবে, প্রোমো দেখে একটা প্রশ্নই ওঠে, যে পারুলের জন্য বাড়ি ছেড়েছে রায়ান, তাকেই আবার সে বাঁচাবে ? রায়ান তো নিজেই চায়, পারুল তার জীবন থেকে চলে যাক । তাহলে কি কোথাও নতুন গল্প গড়ে উঠছে দু'জনের মধ্যে ? যে গল্পে থাকবে শুধু বন্ধুত্ব আর ভালবাসা ।
জি বাংলায় রোজ রাত আটটায় সম্প্রচারিত হচ্ছে পরিণীতা । সিরিয়াল শুরুর একমাসের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে পারুল-রায়ান । টিআরপি রিপোর্টে দুই নম্বরে জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি ।