গত একদিন ধরে অভিনেত্রী শর্মার শারীরিক অবস্থা নিয়ে নানা গুজব, নানা বিভ্রান্তিকর তথ্যে ছেয়ে গিয়েছিল। অবশেষে প্রকাশ্যে এল অভিনেত্রীর মেডিক্যাল রিপোর্ট। ঐন্দ্রিলা কোমায় রয়েছে বলেও শোনা গিয়েছিল, তবে রিপোর্টে সেরকম উল্লেখ নেই।
নারায়না সুপার স্পেশালিটি হসপিটালের তরফে প্রকাশিত বুলেটিন বলছে, অভিনেত্রী কন্ট্রোল্ড ভেন্টিলেশনে রয়েছেন। ১ তারিখ রাতে তাঁকে যখন ভর্তি করা হয়, শরীরের একদিক অবশ হয়ে গিয়েছিল, এবং একাধিক বার বমিও হয়েছিল। অপারেশনের পর নিউরো আইসিইউ তে রাখা হয়েছে তাঁকে।
এই মুহূর্তে কন্ট্রোল্ড ভেন্টিলেশনে থাকলেও শরীরের বাকি প্যারামিটার স্বাভাবিক। রক্তচাপ সামান্য কম, তবে রক্তে অক্সিজেনের পরিমাণ ১০০ শতাংশ। দু ইউনিট রক্ত দেওয়া হয়েছে তাঁকে। ইন্ট্রা ভেনাস ওষুধও চলছে চিকিৎসকদের পরামর্শ মতো।
দু-দুবার ক্যান্সারের সঙ্গে লড়াই করে জীবনে ফিরে আসা ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোকের খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বেড়েছে তাঁর ভক্তদের মধ্যে।