মাত্র ২৪ বছরে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার পথ চলা থেমে গেছে আচমকা। বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শুধু সেই আলোচনা, ঐন্দ্রিলার ভিডিও, পোস্ট, ছবি শেয়ার হচ্ছে গুচ্ছ গুচ্ছ। সন্তানহারা মায়ের চোখেও পড়ছে সে সব। ওই টুকরো ভিডিও, ছবি, পোস্টের মধ্যে মেয়েকে ছুঁয়ে দেখছেন শিখা শর্মা।
সন্তানশোকের সঙ্গে এই পৃথিবীর কোনও শোকের তুলনা চলে না বোধহয়। তাই ঐন্দ্রিলার মায়ের মনের অবস্থাও ব্যাখ্যাতীত। মেয়ের ভিডিও-ছবি যাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, শেয়ার করছেন। কোনওটায় লিখে দিচ্ছেন, 'জেখানেই থাকিস, খুব ভাল থাকিস মা'।
ঐন্দ্রিলার মা পেশায় নার্স। ঐন্দ্রিলার দুবারের ক্যানসারের চিকিৎসাতেই মা সারাক্ষণ সঙ্গে সঙ্গে থাকতেন, ইনজেকশন দিতে হলে মা-ই দিতেন, সে কথা সদ্য প্রয়াত অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল একাধিক সাক্ষাৎকারে। মা-ই ছিলেন ঐন্দ্রিলার সবচেয়ে কাছের বন্ধু।