ঐন্দ্রিলা শর্মা! বছর ২৫-এর ফুটফুটে মেয়েটা অকালে ঝরে গেলেও বাংলার দর্শকদের মনে এখনও উজ্জ্বল তাঁর উপস্থিতি। এবার ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য আসছেন বিনোদন দুনিয়ায়, নিজেই জানিয়েছেন সে কথা।
দেড় বছর আগে চিরঘুমে চলে গিয়েছেন ঐন্দ্রিলা। দিদি ঐশ্বর্য, বোনের স্মৃতি আঁকড়ে রয়েছেন। এ বার সেসব স্মৃতি জড়ো করেই অন্য ভূমিকায় দেখা যাবে পেশায় চিকিৎসক ঐশ্বর্যকে।
একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাঁকে। এই ভিডিওর সঙ্গে যোগ থাকবে ঐন্দ্রিলারও তারও ইঙ্গিত দিলেন ঐশ্বর্য।
নিজের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে সেই খবর জানিয়েছেন ঐশ্বর্য।