প্রায় এক সপ্তাহ পার হয়ে গিয়েছে ঐন্দ্রিলা নেই। দুবার মারণ রোগ ক্যান্সারকে জয় করে জীবনের মূল স্রোতে ফিরে এলেও তৃতীয়বার আর লড়তে পারেননি তিনি। ব্রেন স্ট্রোক, একাধিক হার্ট অ্যাটাক এবং তৃতীয়বার ক্যান্সারের হানা কেড়ে নিয়েছে ২৪ বছরের তরতাজা প্রাণকে।
ঐন্দ্রিলার এই শেষ লড়াই জেতা না হলেও তাঁর মা শিখা শর্মার লড়াই আজও চলছে। তিনিও ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসক জানিয়ে দিয়েছিল আর কিছুদিন বাঁচবেন তিনি। কিন্তু লড়াইয়ে হার মানেনি। আজ তিনি ক্যান্সার মুক্ত। সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করছেন।
শিখাদেবীর কথায়, জরায়ুতে ক্যান্সার হয়েছিল তাঁর। একদম শেষ পর্যায়ে ধরা পড়েছিল। ডাক্তার জানিয়ে দিয়েছিল তাঁর আয়ু কতটা। কিন্তু মনের জোর হারাননি। লড়াই চালিয়ে গিয়েছেন। জিতেও গিয়েছেন সেই লড়াইয়ে। ফিরে এসেছেন জীবনের স্বাভাবিক ছন্দে। সেই লড়াই থেকেই বোধহয় অদম্য বাঁচার শক্তি পেয়েছিলেন ঐন্দ্রিলা।
অভিনেত্রী যখন ক্লাস ইলেভেনে পড়েন প্রথমবার তাঁর শরীরে ক্যান্সার বাসা বাঁধে। তাঁর মা যেভাবে লড়াই করেছিলেন তিনিও সেই বিশ্বাস নিয়ে লড়াই শুরু করেছিলেন। জয়ী হয়েছিলেন। ফিরেছিলেন স্বাভাবিক ছন্দে। বন্ধুরা পাশ থেকে সরে গেলেও তাঁর বাবা, মা, দিদি তাঁকে আগলে রেখেছিল। দ্বিতীয়বার পাশে পেয়েছিলেন বন্ধু সব্যসচিকে।
দুবার এই কর্কট রোগ হারিয়ে ফিরে এসেছিলেন হাসপাতাল থেকে। কিন্তু শেষবার আর পারেননি। টানা ২০ দিন লড়াই করে হার মেনে নিয়েছিলেন অভিনেত্রী। নিয়তির পরিহাসে মাত্র ২৪ বছর বয়সেই চিরঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।