এই তো সবে মাস দুয়েক আগেই তো, সব্যসাচীর জন্মদিন ছিল, সদ্য খোলা ক্যাফেতেই জন্মদিনের আয়োজন করলেন ঐন্দ্রিলা। কেক কাটা হল, সব্যসাচীকে পায়েস খাওয়ানো হল। হইহই করে কেটে গেল দিনটা। ঠিক দু'দিন পরেই সব বদলে গেল। অসুস্থ হলেন অভিনেত্রী, হাসপাতালে দীর্ঘ ২০ দিন কাটানো, সেখান থেকেই চিরঘুমে ঐন্দ্রিলা শর্মা।
দেখতে দেখতে দেড় মাস কেটে গেছে, ঐন্দ্রিলাকে ছাড়া কাটছে, তাঁর মায়ের ,বাবার, দিদির, সব্যসাচীর... প্রকৃতির নিয়মে আর সবই আগের মতো, অবিকল। শুধু একটা মানুষের অভাব বোধ পাল্টে দিয়েছে কিছু মানুষের জীবন। মা শিখা শর্মার সম্বল বলতে এখন মেয়ের কিছু ছবি, ভিডিও। প্রয়াত অভিনেত্রীর মা আজ শেয়ার করেছেন সেরকমই এক প্রাণোচ্ছল মুহূর্ত, যখন চাইলেই ছোঁয়া যেত তাঁর আদরের মেয়েকে, টেনে নেওয়া যেত বুকে।