অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্যা রাই বচ্চনের সম্ভাব্য বিচ্ছেদ নিয়ে জল্পনা দীর্ঘদিনের। বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রের দাবি, দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে চরম সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী৷ পারিবারিক অশান্তির জেরে মেয়ে আরাধ্যাকে নিয়ে 'জলসা' ছেড়ে বেরিয়ে গিয়েছেন তিনি।
গত ১ নভেম্বর নিজের ৫০ তম জন্মদিনটি একাই কাটিয়েছিলেন ঐশ্বর্যা। স্বামী অভিষেক একটি সাদা-কালো ছবি পোস্ট করে লিখেছিলেন, 'শুভ জন্মদিন'। তখন থেকে তীব্র হয় বিচ্ছেদের জল্পনা।
২০০৭ সালে বিয়ে হয় অভিষেক এবং ঐশ্বর্যার। বিয়ের পর থেকে বলিউডের প্রায় কোনও অনুষ্ঠানেই একা দেখা যায়নি ঐশ্বর্যাকে। সব সময়ই সঙ্গে থাকতেন অভিষেক। কিন্তু বলিপাড়ায় জল্পনা, প্রথম থেকেই শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্য ছিল ঐশ্বর্যার। সম্প্রতি তা তীব্র হয়ে ওঠে৷ ননদ শ্বেতা বচ্চন থাকতে শুরু করেন জলসায়৷ শ্বাশুড়ি জয়া বচ্চনের সঙ্গেও সম্পর্কের অবনতি হয় ঐশ্বর্যার।
তবে বাইরে থেকে খুব কিছু বোঝার উপায় নেই৷ সম্প্রতি ভাগ্নে অগস্ত্যর ছবি ‘দি আর্চিজ’-এর প্রিমিয়ারে বচ্চন পরিবারের সঙ্গেই আসেন ঐশ্বর্যা। যদিও অনুষ্ঠানে পরিবারের কারও সঙ্গে কথা বলতে দেখা যায়নি তাঁকে। মেয়ে আরাধ্যাও মায়ের হাত ধরেই ছিল। শুক্রবার সকালেও ধীরুভাই অম্বানির স্কুলের বার্ষিক অনুষ্ঠানে স্বামী এবং শ্বশুরের সঙ্গেই ছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী৷ কিন্তু শেষ পর্যন্ত তিনি নিয়েই ফেললেন বড় সিদ্ধান্তটি, বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রে তেমনই খবর।