সামনে এল মণিরত্নমের ‘পোন্নিয়্যান সেলভান’ ছবির নতুন পোস্টার। চমকে দিলেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। নতুন ছবির পোস্টার যেন ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার স্মৃতি উসকে দিল।
'পোন্নিয়্যান সেলভান’ ছবিতে ডবল রোলে দেখা যাবে ঐশ্বর্য রাই বচ্চন। তার মধ্যে একটি চরিত্রের নাম নন্দিনী। ‘হাম দিল দে চুকে সনম’-এও অ্যাশের চরিত্রটির নাম ছিল নন্দিনী।
Anupam Roy music video: সৌরসেনী, কল্পনা, না বাস্তব? ঘোর কেটেছে অনুপম রায়ের?
তামিল উপন্যাস অবলম্বনে ‘পোন্নিয়্যান সেলভান-I’ (Ponniyin Selvan: I) ছবিটি তৈরি করেছেন মণিরত্নম। এই উপন্যাসের কাহিনি চোল বংশের সময়কার। ৫০০ কোটি টাকা বাজেটে তৈরি ছবিটি হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় সিনেমা হলে মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর।