গত বছরের শেষ দিকটায় বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল বচ্চন পরিবারে ভাঙ্গনের খবর। বছরের শুরুতেই নতুন চমক। গ্যালারিতে বসে একসঙ্গে খেলা দেখলেন অভিষেক ঐশ্বর্য, সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চনও।
প্রো কাবাডি লিগের খেলায় অভিষেকের দল ‘জয়পুর পিঙ্ক প্যান্থার্স’ -এর সমর্থনে গলা ফাটালেন আরাধ্যা এবং ঐশ্বর্য দুজনেই। গ্যালারির দর্শকাসনে বসে অভিষেক, পাশে বিগ বি। আর তাঁদের পাশে ঐশ্বর্য-আরাধ্যা। এই ছবি দেখার পর অনুরাগীদের মধ্যে যেন বেশ খানিকটা স্বস্তি।
MS Dhoni: হুঁকোয় টান ক্যপ্টেন কুলের! ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক
কয়েক সপ্তাহ আগে দ্য আর্চিজের প্রিমিয়ারে বচ্চন পরিবারকে একসঙ্গে দেখা গেলেও ঐশ্বর্যর আচরণে খানিক অস্বস্তি ধরা পড়েছিল, এবার বরং অনেক সাবলিল দেখাল সকলকেই। তাহলে কি সম্পর্কের মোড় বেকছে ইতিবাচক দিকেই?