৬৮তম চলচ্চিত্র পুরস্কার প্রদান উপলক্ষ্যে শুক্রবার দিল্লিতে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজনীতি থেকে বিনোদন জগতের নক্ষত্র সমাবেশে শুক্রবারের এই অনুষ্ঠান একেবারে চাঁদের হাটের রূপ নেয়। অজয় দেবগন থেকে আশা পারেখ, কে ছিলেন না সেই অনুষ্ঠানে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
সেরা ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে 'সোরারাই পোত্রু'। অজয় দেবগনের 'তানাজি' সেরা জনপ্রিয় চলচ্চিত্রের শিরোপা পেয়েছে। সেরা অভিনেতা সুরিয়া এবং অজয় দেবগন। এটি অজয়ের তৃতীয় জাতীয় পুরস্কার। সেরা অভিনেত্রী নির্বাচিত হন অপর্ণা বালামুরালি। সেরা পার্শ্ব-অভিনেত্রী লক্ষ্মীপ্রিয়া চন্দ্রমৌলি। এছাড়া চলচ্চিত্র জগতে জীবনভর অবদানের জন্য কিংবদন্তী বলি-অভিনেত্রী আশা পারেখ পেয়েছেন 'দাদাসাহেব ফালকে' পুরস্কার।
আরও পড়ুন- Rani Mukherji : পুজোয় বলিউডে বড় চমক, লেখিকা রানি মুখোপাধ্য়ায়