রোহিত শেট্টির জনপ্রিয় কপ ইউনিভার্সের নতুন ছবি 'সিংঘম এগেন'-এর শ্যুটিং চলছে জোরকদমে। এবার ছবির শ্যুটিং করতে গিয়েই বিপাকে অভিনেতা অজয় দেবগণ। অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে গিয়ে গুরুতর চোট পান অভিনেতা। খবর পাওয়া যাচ্ছে, ভিলে পার্লেতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে মুখে -চোখে চোট পান অজয়। সেখানেই চিকিৎসক তাঁর প্রাথমিক চিকিৎসা করেন।
Cyclone Michaung: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে মিগজাউন, এরাজ্যেও বৃষ্টির সম্ভাবনা
উল্লেখ্য, রোহিত শেট্টির এই ‘কপ ইউনিভার্স’ এর প্রথম ছবি ‘সিংহম’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। তারপর থেকে সিংহম রিটার্নস, সিম্বা, সূর্য বংশীর পর আবার আসছে 'সিংঘম এগেন'। এই ছবিতেও দেখা যাবে কপ ইউনিভার্সের আর দুই ইন্সপেক্টর রণবীর সিং (সিম্বা), অক্ষয় কুমার (সূর্যবংশী)-কেও।