২০০৭ সালে 'ওয়েলকাম' ছবিটি মুক্তি পাওয়ার পর দুর্দান্ত হিট করেছিল। তারপরে ছবিটির দ্বিতীয় ভাগ রিলিজ করলেও সেটি অতটা দর্শক আনুকূল্য পায়নি। এবার আসতে চলেছে 'ওয়েলকাম থ্রি'। যার পোশাকি নাম 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'। আহমেদ খান পরিচালিত ও ফিরোজ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই ছবিটিতে রয়েছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়ালের মতো অনেকেই যাঁরা প্রথম ছবিটিতে ছিলেন। তাঁদের সঙ্গেই রয়েছেন সঞ্জয় দত্ত, আর্শাদ ওয়ার্সি, তুষার কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানি, রবীনা ট্যান্ডন প্রমুখ।
নিজের জন্মদিনে ছবিটির একটি প্রোমো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অক্ষয় কুমার। ২০২৪ সালের ২০ ডিসেম্বর ছবিটি রিলিজ করবে বলে জানানো হয়েছে।
এই প্রোমো শেয়ার করার পরই তা স্বাভাবিকভাবেই নেটিজেনদের আকর্ষণ করেছে।
'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'-র প্রোমোতে দেখা যাচ্ছে আর্মি পোশাকে হাতে বন্দুক নিয়ে সারিবদ্ধভাবে রয়েছে এই ছবির মূল তারকারা। সকলে মিলে 'টুনাক টুনাক টুন' গানটি গাইছেন।