বাড়ি ফিরলেন আলিয়া ভাট। বৃহস্পতিবার সবুজ সংকেত মিলতেই এইচ এন রিল্যায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে পৌঁছে যান রণবীর। হাসপাতালের সামনে সাংবাদিকদের ভিড়। সব কিছু এড়িয়ে অবশেষে বাড়ি ফিরলেন রণবীর-আলিয়া।
কিন্তু ‘বংশের নতুন সূর্য’কে নিয়ে কোথায় যাবেন তাঁরা? সূত্রের খবর, গত তিন বছর ধরে নতুন করে সেজে উঠেছে ঋষি কাপুর এবং নীতু কাপুরের পুরানো বাড়ি কৃষ্ণরাজ বাংলো। এই ন'তলা বাড়িতেই কাপুর পরিবারের ছোট্ট সদস্যকে নিয়ে উঠবেন রণবীর এবং আলিয়া। এই ন'তলা বাড়ির একটি তলায় থাকবেন নীতু কাপুর। অন্য তলায় থাকবেন রণবীর-আলিয়া এবং তাঁদের কন্যা সন্তান। বাবা মায়ের সঙ্গে থাকলেও একটি তলা, পুরোটাই সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে সদ্যজাতের জন্য।
এছাড়াও বাড়ির একটি অংশ বরাদ্দ রাখা হয়েছে ঋষি কাপুরের জন্য। বাকি তলগুলির কোনটা রণবীরের বোন রিদ্ধিমার থাকার জন্য, কোনটা আবার প্রমোদের জন্য কোনটা আবার রণবীর-আলিয়ার কাজের জন্য।