পরিবার বন্ধু - বান্ধব ছাড়াও নিজের ৩১তম জন্মদিন সংবাদমাধ্যমের সঙ্গে সেলিব্রেট করলেন অভিনেত্রী আলিয়া ভট্ট। এদিন আলিয়ার বাড়ির সামনে হাজির হন সংবাদমাধ্যমের কর্মীরা। কেউ নিয়ে গিয়েছিলেন কেক, কেউ আবার ফুলের তোড়া। ভক্তদের নিরাশ করেননি বলিউডের গঙ্গুবাই। পরপর দুটি কেক কেটে সকলের সঙ্গে জন্মদিন উদযাপন করেন।
একটি কেক-এ লেখা ছিল ' রাহার মা ' যেটি দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েন আলিয়া। এরপর চোখ বুজে উইশ করেন আলিয়া। পরপর দুটি কেক কাটেন। এক ভক্ত ফুলের তোড়াও উপহার দেন আলিয়াকে। কেউ আবার কার্ডও দেন।
আরও পড়ুন - নীল আলো চিরে ছুটে চলেছে মেট্রো, অনুপম গান ধরলেন, 'বোবা টানেল', গাইলেন রূপঙ্করও
বেশ খোশ মেজাজে সকলের সঙ্গে নিজের জন্মদিনের কিছুটা সময় ভাগ করে নেন আলিয়া। তাঁর পরনে ছিল সাদা স্লিভলেস টিশার্ট, সাদা জ্যাকেট আর কালো পালাজো।