কেরিয়ারের মধ্যগগনে বিয়ে, সেই বছরই মাস তিনেকের মধ্যে প্রেগ্নেন্সি ঘোষণা, মা হওয়া, ২০২২ টা ছিল আলিয়া ভাটের জীবনে সবচেয়ে ঘটনাবহুল। গ্ল্যামার দুনিয়ায় ৩০-এর আগেই মা হওয়ার মতো ঘটনা আকছার ঘটেনা, সে দিক থেকে ছক ভেঙেছেন আলিয়া, তাই নিয়ে বিন্দুমাত্র আফসোসও নেই, জানিয়ে দিলেন মিসেস রণবীর কাপুর।
গত নভেম্বরে রণবীর-আলিয়ার কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান রাহা। একের পর এক বলিউড হিট, হলিউড প্রোজেক্টে, সব মিলিয়ে আলিয়ার পেশার গ্রাফও ঊর্ধ্বমুখী হচ্ছিল ক্রমশ, এমন সময় কেরিয়ারের একেবারে শিখরে মা হওয়ার সিদ্ধান্ত ঠিক, না ভুল? প্রশ্ন করা হলে আলিয়ার সপাটে জবাব, কোনও আফসোসই নেই তার। মা হওয়ার জন্য কেরিয়ার চুলোয় গেলে যাক।
কাজকে গুরুত্ব দেন আলিয়া, কিন্তু পেশাদার জীবনের বাইরেও জীবনটারও দাম তাঁর কাছে কিছু অংশে কম নয়, জানিয়ে দিয়েছেন রাহার মা।