'সে এক রূপকথার দেশ, ফাগুন সেথায় হয় না কভু শেষ '
রণবীর, রাহা, আলিয়া - তিনজনকে একসঙ্গে দেখতে পাওয়া খানিক রূপকথার মতোই তো বটে। খুব অল্প সময়ে নিজেদের গুছিয়ে নিয়েছেন রণবীর-আলিয়া। আজ রণবীরের ৪২ তম জন্মদিন। ভালবাসার মানুষটার জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করলেন আলিয়া। কখনও রাহাকে সঙ্গে নিয়ে দুজন জড়িয়ে রয়েছে, কখনও বাপ বেটিতে পাত্তাই দিচ্ছে না মাকে, কখনও বা একান্তে রণবীর আলিয়া। এমন নানা মুহূর্তের ছবি শেয়ার করে এদিন আলিয়া লিখলেন, ‘sometimes all you need is a giant hug .. & you make life feel like one, happy birthday baby’ ।
এই অ্যালবাম চোখ জুড়িয়ে দিয়েছে নেটিজেনদের। ভালবাসার উদাহরণ হিসেবে শেয়ার হচ্ছে তাঁদের ছবি। এর আগে রণবীরের জীবনে একাধিক প্রেম এসেছে । কিন্তু, আলিয়ার মধ্যেই রণবীর খুঁজে পেয়েছেন তাঁর লাইফ পার্টনারকেও । তারপর থেকে জীবন চলছে তাঁদের নিজেদের গতিতেই।
এই মুহূর্তে সময় মোটের উপর ভালই যাচ্ছে অভিনেতা রণবীর কাপুরের (Ranbir Kapoor)। তিনি পর্দায় মানেই ছবি হিট। ‘ব্রহ্মাস্ত্র’, ‘অ্যানিমেল’ এর মতো একের পর এক ব্লকবাস্টার ছবি হিট ছবি উপহার দিয়েছেন ‘রকস্টার’। জন্মদিনের সকালেই আরও বড় সুখবরটাও পেয়ে গিয়েছেন তাঁর অনুরাগীরা।
জন্মদিনে তাঁর ২৫ তম ছবির ঘোষণা হয়ে গেল। শোনা যাচ্ছে, ধুম-4 এ নাকি মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন রণবীর কাপুর। রণবীরের সঙ্গে আলোচনা দীর্ঘ সময় ধরে চলছে। প্রথম থেকেই ধুম ফ্র্যাঞ্চাইজির অংশ হতে চেয়েছিলেন রকস্টার। আদিত্য চোপড়ার মতে, ধুম-এর উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ পছন্দ হল রণবীর । ভিলেনের ভূমিকায় দেখা যাবে তাঁকে।