দীর্ঘ প্রতিক্ষার অবসান। রবিবার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন বলিউডের গাঙ্গুবাঈ। রণবীর আলিয়ার কোল আলো করে এল সদ্যজাত। স্বভাবতই কাপুর আর ভাট পরিবারে কার্যত খুশির হাওয়া। আজ সকালেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশনে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। খুশিতে ডগমগ গোটা বলিউড। ছোট্ট আলিয়াকে একবার দেখতে উৎসুক ভক্তকূল। হাসপাতাল সূত্রে খবর মা এবং সন্তান উভয়েই সুস্থ রয়েছে।
হাসপাতাল সূত্রে খবর কোনও কাটাছেঁড়া চাননি অভিনেত্রী। ২৯ বছরে স্বাভাবিক নিয়মেই প্রথম সন্তানের জন্ম দিলেন আলিয়া। চলতি বছরের এপ্রিলেই গাঁটছড়া বাঁধেন রনলিয়া জুটি। বছর ঘুরতে না ঘুরতেই এবার শোনালেন সুখবর৷ আলিয়া হাসপাতালে পৌঁছনোর আগেই তৈরি ছিলেন কপূর এবং ভট্ট পরিবার। চলতি মাসের ২৮ তারিখ আলিয়ার জন্মদিন, তার আগেই সেরা আগাম উপহারটি পেয়ে গেলেন বলিউডের মিষ্টি অভিনেত্রী। দাদু হয়ে চওড়া হাসি মহেশ ভাটের মুখে, আক্ষেপ একটা ঋষি কাপুর দেখে যেতে পারলেন না তার ফুটফুটে নাতনিকে।