বলিউডে দারুণ খুশির খবর। নিক-প্রিয়াঙ্কার পর রণবীর কাপুর-আলিয়া ভাটের (Ranbir Kapoor-Alia Bhatt) পরিবারে আসতে চলেছে সন্তান। আলিয়া (Alia Bhatt) নিজেই সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়েছেন।
রণবীর-আলিয়ার দীর্ঘ প্রেম পর্বের পর আড়াই মাস আগে, গত ১৪ এপ্রিল, রণবীরের মুম্বইয়ের বাড়িতেই চারহাত এক হয়েছিল।
তার আগে ২০২০ থেকেই বিয়ের দিনক্ষণ নিয়ে নানা জল্পনা হয়েছিল। রণবীর জানিয়েছিলেন, লকডাউন-অতিমারী না এলে তাঁরা ২০২০-তেই বিয়ে করতেন।
আগামী সেপ্টেম্বরেই মুক্তি পেতে চলেছে রণবীর (Ranbir Kapoor)-আলিয়া (Alia Bhatt) জুটির প্রথম ছবি ব্রহ্মাস্ত্র (Brahmastra)। তবে কাপুর আর ভাট পরিবারে ছোট্ট অতিথির আগমন কবে, তা অবশ্য এখনও অজানা।