২৩ দিন হল রণবীর-আলিয়ার (Ranbir-Alia Baby) ঘরে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান । মাঝের ক'দিন প্রকাশ্যে আসেননি, মা আলিয়া, সোশ্যাল মিডিয়ায় অবশ্য ঘনঘন নানা আপডেট দিয়েছেন। অবশেষে প্রকাশ্যে এলেন আলিয়া (Alia Bhatt)।
২৮ নভেম্বর দিদি শাহিন ভাটের (Shahin Bhatt) জন্মদিন, সে দিনই মা-দিদিদের সঙ্গে দেখা করতে গেছিলেন আলিয়া মা সোনি রাজদানের সঙ্গেই প্রকাশ্যে এলেন আলিয়া। পরনে হালকা নীল রঙের জিন্স সঙ্গে কালো টি-শার্ট, উপরে শ্রাগ— একদম ঘরোয়া লুক।
Kashmir Files-IFFI: 'অশ্লীল প্রোপ্যাগান্ডা', 'কাশ্মীর ফাইলস' নিয়ে মন্তব্য IFFI-র জুরি সভাপতির
সদ্য মেয়ের নামকরণ করেছেন রণবীর-আলিয়া। জুনিয়র আলিয়ার নাম রাখা হয়েছে রাহা। নাম ভাল লেগেছে, আলিয়ার সঙ্গে দেখা হতেই জানিয়ে দিলেন পাপারাৎজিরা। শুনে খুব খুশি রাহার মা।
খুব শিগগির কাজে ফিরছেন আলিয়া, পরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ তে তাঁকে দেখা যাবে রনভির সিং-এর বিপরীতে।