১৫ মার্চ! আজ ঠিক কী দিন, মনে পড়ছে? আন্তর্জাতিক আলিয়া দিবস। আমি আপনি না, বলছেন পূজা ভাট। বোন আলিয়ার জন্মদিনে এভাবেই শুভেচ্ছা জানিয়েছেন পূজা।
বিয়ের পর, মা হওয়ার পর প্রথম জন্মদিন আলিয়ার। ৩০টা বসন্ত পার করে ফেললেন আলিয়া। বৌমাকে জন্মদিনে আদরে আদরে ভরিয়ে দিয়েছেন শাশুড়ি নীতু কপুর, পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
করিণা পোস্ট করলেন সুদূর আফ্রিকা থেকে, যেখানে রণবীর প্রপোজ করেছিলেন আলিয়াকে, সে কথা মনে করিয়ে দিতেও ভুললেন না।
বলিউডের স্টারকিড হয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্ম থেকে করণ জোহরের হাত ধরে বলিউডে লঞ্চ, আলিয়ার জন্য নিন্দুকেদের কাছে বেশ কয়েকটা অস্ত্র থাকলেও নিজের অভিনয়প্রতিভা দিয়ে সে সব গুঁড়িয়ে দিয়েছেন আলিয়া।