মুক্তির দিন থেকেই বলিউডের বক্স অফিসে অপ্রতিরোধ্য আলিয়া ভাট (Alia Bhat) অভিনীত গাঙ্গুবাই কাথিয়াওয়ারি (GangubaiKathiwadi)। এবার তাঁর ফ্যানদের জন্য আরও বড় খবর। হ্যাঁ ঠিক, বলিউড পেরিয়ে এবার হলিউডে (hollywood) অভিনয় করতে চলেছে মহেশ ভাটের কন্যা। জানা গিয়েছে হার্ট অফ স্টোন (Heart of Stone) নামের এক ছবিতে হলিউডে অভিষেক হতে চলেছে আলিয়ার।
নেটফ্লিক্সের খবর, স্পাই থ্রিলার এই ছবিতে আলিয়ার সঙ্গে অভিনয় করবেন গ্যাল গাডট (Gal Gadot) এবং জেমি ডোরন্যান (Jamie Dornan)। পরিচালক টম হারপারের (Tom Harper) এই ছবিতে গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে গ্যাডটকে।
পরিচালক সঞ্জয়লীলা বনশালীর গাঙ্গুবাই মুক্তির দিন থেকেই ছুটছে। করোনার পর মুক্তি পাওয়া ছবি গুলির মধ্যে এই সিনেমার সাফল্য বক্স অফিসে এখনও সবচেয়ে বেশি। তবে এরআগেই আলিয়া ভাট অভিনীত সিনেমা বিদেশি চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে। যার মধ্যে আছে ২০১৯ সালে মুক্তি পাওয়া জোয়া আখতার পরিচালিত গাল্লি বয়।