আলিয়ার (Alia Bhatt) মুকুটে নতুন পালক! এবার হলিউডে অভিষেক হতে চলেছে এই জনপ্রিয় বলিউড অভিনেত্রীর! সদ্য বিয়ের পরেই কাজে ফিরে গিয়েছেন আলিয়া (Alia Bhatt Hollywood debut)। এই মুহূর্তে তাঁর হাতে একগাদা ছবি! আর তার মধ্যেই এবার টম হার্পার পরিচালিত 'হার্ট অব স্টোন'-এর (Heart of stone) শুটিং-এর জন্যে গ্রেট ব্রিটেনে পাড়ি দিচ্ছেন আলিয়া। তবে, বিদেশে পাড়ি দেওয়ার আগে করণ জোহরের ছবি 'রকি অওর রানি কি প্রেম কাহানি'র শুট শেষ করে যাবেন তিনি। যে ছবিতে তাঁর সঙ্গেই অভিনয় করছেন রণবীর সিং, জয়া বচ্চন, শাবানা আজমি, ধর্মেন্দ্র প্রমুখ।
প্রসঙ্গত, নেটফ্লিক্সের (Netflix spy thriller) এই আন্তর্জাতিক স্পাই থ্রিলার 'হার্ট অব স্টোন'-এ আলিয়ার দুই সহ-অভিনেত্রী হলেন গ্যাল গ্যাডট ও জেনি ডরন্যান।
আরও পড়ুন: কলকাতা চলচ্চিত্র উৎসবের কোথাও দেখা গেল না মিমি কে, 'অপমানিত' সাংসদ
'হার্ট অব স্টোন' এবং 'রকি অওর রানি কি প্রেম কাহানি' ছাড়াও এই মুহূর্তে আলিয়া ভাটের হাতে রয়েছে 'ডার্লিংস' ও 'জি লে জারা'। দ্বিতীয় ছবিটিতে তাঁর সঙ্গেই রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফ।