এবার নায়িকা হিসেবে নয় , ক্যামেরার পিছন থেকেই সিরিজের কাজ করবেন আলিয়া ভাট (Alia Bhatt)। প্রাইম ভিডিও ইন্ডিয়া মঙ্গলবার জানিয়েছে, ক্রাইম সিরিজ ‘পোচার’-এর এক্সকিউটিভ প্রযোজক হিসেবে দায়িত্ব নিয়েছেন আলিয়া। এমি পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা রিচি মেহতা পরিচালিত এই সিরিজে নিমিশা সজায়ান, রোশন ম্যাথিউ এবং দিব্যেন্দু ভট্টাচার্য প্রধান ভূমিকায় রয়েছেন। ২৩ ফেব্রুয়ারি সিরিজটি মুক্তি পাওয়ার কথা আমাজন প্রাইমে।
Rachana Banerjee: আকাশপথেও এত ভালবাসা-সম্মান! কারা চিঠি লিখলেন রচনাকে?
অফিসিয়াল প্রাইম ভিডিও অ্যাকাউন্টে, এই খবর নিশ্চিত করা হয়েছে। প্রযোজক হিসেবে আলিয়া কাজ শুরু করেছিলেন ২০২২ সালে। নেটফ্লিক্স ইন্ডিয়া ফিল্ম 'ডার্লিংস'-এ অভিনেত্রী এবং প্রযোজক হিসেবে কাজ করেছিলেন তিনি। 'পোচার' হল একটি তদন্তমূলক ক্রাইম সিরিজ যা বাস্তব ঘটনা দ্বারা অনুপ্রাণিত, ভারতে হাতির দাঁতের শিকারের ঘটনা নিয়ে এগোবে এই সিরিজের গল্প। মালয়ালম, হিন্দি এবং ইংরেজিতে মুক্তি পাবে এই সিরিজ।