সদ্য তাঁর মেটগালা লুকের জন্য শিরোনামে এসেছিলেন, রেশ কাটতে না কাটতেই আবারও শিরোনামে আলিয়া ভাট। অভিনেত্রীর মুকুটে জুড়ল নতুন পালক। আন্তর্জাতিক প্রসাধনী সংস্থা গুচির প্রথম ভারতীয় অ্যাম্ব্যাসাডর হলেন আলিয়া।
২০২৪-এর গুচির নতুন মুখ হিসেবে দেখা যাবে আলিয়াকে, আগামী ১৬ মে দক্ষিণ কোরিয়াতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা ডাকোটা জনসন, হানিনি, হ্যারি স্টাইলস-দের সঙ্গে গুচির শোয়ে দেখা যাবে গাঙ্গুবাই-কে।
গত বছরের শেষে কন্যা সন্তানের মা হয়েছেন আলিয়া। চলতি বছরেই মুক্তি পাবে আলিয়ার পরের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'।