ছবির সংলাপ-ই সত্যি হলো, তারায় ভরা ফিল্মফেয়ারের সন্ধ্যায় গাঙ্গু-ই চাঁদ হয়ে জ্বলল।
৬৮তম ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হলেন আলিয়া ভাট। গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি ছবিতে অভিনয়ের জন্য সম্মানিত করা হল আলিয়াকে।
একই ছবির জন্য সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হলেন সঞ্জয়লীলা বনসালি। পুরুষ অভিনেতা বিভাগে সেরার তকমা এল রাজকুমার রাও-এর কাছে। বাধাই দো ছবিতে অভিনয়ের জন্য এই সম্মান পেলেন রাজকুমার।