এই বছরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি', 'আরআরআর', 'ডার্লিংস' এবং 'ব্রহ্মাস্ত্র'-এর মতো ছবিতে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী। খুব শিগগিরই মা-ও হতে চলেছেন তিনি। এবার নিজের কাজের জন্যই বলিউডের এই ভার্সেটাইল অভিনেত্রীর মুকুটে জুড়ল নয়া পালক৷ Time 100 Impact Award জিতে নিয়েছেন অভিনেত্রী। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে সেই মুহুর্তের বেশ কিছু ঝলক শেয়ার করেছেন আলিয়া৷
পুরষ্কার নেওয়ার সময় বেবিবাম্প নিয়েই দুর্দান্ত সাজে মঞ্চ কাঁপিয়েছেন আলিয়া। ব্রোঞ্জ রঙা প্লিটেড গাউনে তার চেহারা থেকে ঝড়ে পড়ছে মাতৃত্বকালীন আভা। তিনি ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করে টাইম সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন। আলিয়া পুরষ্কার নিতে উঠে জানান, এমন ইভেন্টে ভারতের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করতে পেরে তিনি গর্বিত।
সঞ্জয় লীলা বানসলির 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-তে আলিয়ার অভিনয় বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। আলিয়া ভাট শীঘ্রই গ্যাল গ্যাডটের সঙ্গে 'হার্ট অফ স্টোন' দিয়ে হলিউডে ডেবিউ করতে চলেছেন। তিনি রণবীর সিংয়ের বিপরীতে করণ জোহরের 'রকি অর রানি কি প্রেম কাহানি'-তেও অভিনয় করবেন।