জন্মের পর থেকেই শুরু হয়েছিল আলিয়া ভাট ও রণবীর কাপুরের সন্তানকে নিয়ে জল্পনা। কী নাম হবে একরত্তির? তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভক্তদের মধ্যে উৎসাহও ছিল চোখে পড়ার মতো! ইনস্টাগ্রামে একটি মিষ্টি পোস্ট করে সেই নতুন নাম এবার সকলের সঙ্গে শেয়ার করে নিলেন আলিয়া ভাট স্বয়ং। মেয়ের নাম রাখা হল- 'রাহা'। শুধু নাম শেয়ার করেই থেমে থাকেননি বলিউড তারকা। পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করে দিয়েছেন বিভিন্ন ভাষায় এই নামটির অর্থও।
তিনি লিখেছেন, " এই অপূর্ব সুন্দর 'রাহা' নাম (নামটি রেখেছে ওর জ্ঞানী ও শিক্ষিত দিদিমা) -এর কত দারুণ সব অর্থ! 'রাহা' শব্দের মূল অর্থ- স্বর্গীয় পথ। এছাড়া, সোয়াহিলিতে এর অর্থ 'আনন্দ'। সংস্কৃত ভাষায় এই নামের অর্থ 'বংশ'। বাংলা ভাষায় আবার এই শব্দের মানে হল 'বিশ্রাম, শান্তি'। আরবিতে এই শব্দের অর্থ 'স্বাধীনতা, সৌন্দর্য, আনন্দ'। যা, আমরা ওর জন্মের পর থেকেই অনুভব করে চলেছি প্রতি মুহূর্তে। আমাদের পরিবারকে বেঁধে রাখার জন্য তোমাকে ধন্যবাদ রাহা। মনে হচ্ছে, জীবন যেন সবে শুরু হল"!
আলিয়া ভাটের এই পোস্টের পর ইনস্টাগ্রামে উপচে পড়ে শুভেচ্ছাবার্তা। সাধারণ ভক্ত থেকে শুরু করে পরিচিত তারকাদের অনেকেও শুভেচ্ছা জানিয়েছেন।