দেখতে দেখতে এক বছর হয়ে গেল আলিয়া রণবীরের ছোট্ট মেয়ে রাহার। জন্মদিনে এলাহি আয়োজনও হয়েছিল। শেষমেশ এক বছর পর রাহার ছবি সামন আনলেন আলিয়া ভাট নিজেই।
বাবা-মায়ের সঙ্গে ছোট্ট রাহা পুজো করছে, হাতে গোঁজা গাঁদা ফুল, অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে জন্মদিনের স্পেশাল কেক হাতে মেখে নিয়েছে রাহা, আর সে সব ছবিই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আলিয়া। তবে রাহার শুধু হাতের ছবিই রয়েছে তাতে। মেয়ের জন্মের পর থেকে একটিও ছবি প্রকাশ্যে আনেননি, আলিয়া রণবীর।
২০২২-এর নভেম্বরে আলিয়া রণবীরের কোল আলো করে আসে রাহা। স্টার কিডের এক বছরের জন্মদিনে মুম্বইতে বেশ তারকা সমাগমই হয়ছিল। জমকালো উদযাপন হয়েছে জুনিয়র আলিয়ার প্রথম জন্মদিনে।