অস্কারের জন্য ভারতের অফিসিয়াল সিলেকশন হবে কোন ছবি? দক্ষিণী ছবি ‘আর আর আর’ (RRR) এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। এর সঙ্গে সঞ্জয়লীলা বনশালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়িও (Gangubai Kathiawad রয়েছে দৌড়ে।
এর আগেও বনসালির ‘দেবদাস’ এবং ‘ব্ল্যাক’ ছবিকে বেছে নেওয়া হয়েছিল অস্কারের জন্য। তবে শেষমেশ, অস্কারের দৌঁড় থেকে ছিটকে যায় এই দুটি ছবি। ইতিমধ্যেই মেলবর্ন ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। সেরা অভিনেত্রীর বিভাগে মনোনয়ন পেয়েছিলেন আলিয়া ভাট।
Bipasha-Karan: যেন মেয়ে হয়, চাইছেন বিপাশা-করণ, মাতৃত্ব উপভোগ করেই কাজে ফিরবেন বং বিউটি
প্রসঙ্গত, আরআরআর ছবিতেও একটি চরিত্রে দেখা গিয়েছে আলিয়াকে। কয়েকদিনের মধ্যেই মুক্তি পাবে রণবীর-আলিয়া অভিনীত ব্রহ্মাস্ত্র।