দেখতে দেখতে সময় হয়েই এল। নভেম্বরের শেষ সপ্তাহ অথবা ডিসেম্বরের শুরুতে ভাট আর কপুর পরিবারে আসতে চলেছে ছোট্ট অতিথি। বাবা মা হতে চলেছেন রণবীর কাপুর-আলিয়া ভাট। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়েরই এক হাসপাতালে ভূমিষ্ঠ হবে নবজাতক।
মুম্বইয়ের গিরগ্রামের এইচ এন রিল্যায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তানের জন্ম দেবেন আলিয়া, পরিবার সূত্রে খবর এমনটাই। আপাতত রণবীর আর আলিয়া কাজের ব্যস্ততা কমিয়ে একসঙ্গে কাটাচ্ছেন। শোনা গিয়েছে, মা হওয়ার এক বছর পর ফের কাজে ফিরবেন অভিনেত্রী।
এখন বাড়িতে ছোট্ট অতিথি আসার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। হবু সন্তানের পোশাক আশাকও নাকি কেনা হয়ে গিয়েছে, ঘর সাজানোও শেষ। নিজে মা হতে চলেছেন বলেই হয়তো সমস্ত হবু মায়েদের জন্য চিন্তা বাড়ছে আলিয়ার, পরিধি বাড়াচ্ছে আলিয়ার নিজস্ব পোশাক সংস্থা ‘এড-আ-মাম্মা’।
Deepika Padukone: মেকআপ ছাড়া বিশ্বের সুন্দরীদের তালিকা! প্রথম দশে একমাত্র ভারতীয় দীপিকা পাড়ুকোন
এই বছরটা যেন তাঁদেরই, শুধু তাঁদেরই। বলছি রণবীর কাপুর-আলিয়া ভাটের কথা। প্রথমে বিয়ের গুঞ্জন, তারপর সত্যিই রূপকথা সত্যি হল, আট বছরের প্রেম পূর্ণতা পেল। আড়াই মাসের মধ্যেই এল আরও এক সুখবর, মা হচ্ছেন আলিয়া। সেপ্টেম্বরে মুক্তি পেল একসঙ্গে দুজনের করা প্রথম ছবি ব্রহ্মাস্ত্র। দিন কয়েক আগে আলিয়াকে ঘটা করে সাধ খাওয়ানোও হল।