হইহই করে এসে পড়েছে বড়দিন। লেপ কম্বল নামেনি আলমারি থেকে। কিন্তু রাস্তায় নেমেছে মানুষের ঢল। পার্কস্ট্রিটের পাশাপাশি বড়দিনের সকাল থেকেই লম্বা লাইন আলিপুর চিড়িয়াখানায়।
আট থেকে আশির ভিড় পশু পাখিদের খাঁচার সামনে। বড়দিনের আগে ছিল শনি রবিবার। সব মিলিয়ে টানা তিনদিনই ভিড় উপচে পড়ছে চিড়িয়াখানায়।
অন্যদিকে সোমবার বন্ধ থাকে ইকো পার্ক। কিন্তু বড়দিন, পয়লা জানুয়ারি, দুই-ই সোমবারে পড়ায় খোলা রয়েছে ইকো পার্কও। সেখানেও থিকথিকে ভিড়।