সম্প্রতি, প্রকাশিত এক পরিসংখ্যান বলছে এ যাবতকাল পর্যন্ত সারা দেশের সবচেয়ে বেশি জাতীয় পুরস্কার এসেছে এই বাংলায়। এবার জাতীয় পুরস্কার পাওয়া বাংলার সকল গুণীজনদের সম্মানিত করা হবে একই মঞ্চে, একই সন্ধ্যায়। এমন উদ্যোগ বেনজির।
অভিনব ওই অনুষ্ঠানের নাম 'বাংলার জাতীয় গৌরব'। আগামী ২৬ ফেব্রুয়ারি, এক বসন্ত সন্ধ্যায় সকল তারা যেন জ্বলে উঠবে বাংলার আকাশে। মঞ্চ আলোকিত করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়, রাম কমল মুখোপাধ্যায়, চুর্ণি গঙ্গপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, রুপা গঙ্গোপাধ্যায়রা।
দেশ যাঁদের সম্মানিত করেছে, বাংলা, নিজের ঘর তাঁদের ততোটা মনে রাখেনি, এমন অভিমান রয়েছে অনেক শিল্পীর মনেই। সে দিক থেকে অ্যাঞ্জেল ক্রিয়েশনের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই ভাবনার মূল কাণ্ডারি সঙ্গীতা সিনহা।
এমন তারকাখচিত সন্ধ্যায় আমন্ত্রিত হওয়া সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী জানিয়েছেন, "আমি সম্ভবত, কনিষ্ঠতম জাতীয় পুরস্কার প্রাপ্ত। এই সম্মান আমার কাছে অত্যন্ত গর্বের।
অভিনেত্রী রুপা গঙ্গোপাধ্যায়ের গলায় যেন খানিকটা অভিমান, উদ্যোক্তাদের বললেন, 'আমি তো নিজেও ভুলে গেছিলাম যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। তবে এত বছর আগের একটা ঘটনা যে তোমরা মনে রেখেছ, সেটা ভেবেই ভালো লাগছে।'।
আগামী ২৬ তারিখ আকাশের তারাদেরও যেন ম্লান দেখাবে, কারণ মঞ্চে জ্বলে উঠবে কত কত তারা।